শেরপুর উপজেলা
হাত হারানো ৮ বছরের সুমি শঙ্কামুক্ত, চালকের বিরুদ্ধে মামলা
বগুড়া লাইভ: বগুড়ার শেরপুরের বটতলা এলাকায় ট্রকের ধাক্কায় বাম হাত হারানো শিশু সুমি খাতুন (৮) এখন শঙ্কামুক্ত। শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী এ কথা জানান। এদিকে শিশুর চাচা বাদশা খাঁ শেরপুর থানায় ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা করেছেন।
উপ-পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনার পর সুমির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার বাম হাত বিচ্ছিন্ন এবং ডান হাত ও মাথায় আঘাত পেয়েছে। ডান হাতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকদিন পর সেখানে অপারেশন করা হবে। হাসপাতলের ইন্টার্ন চিকিৎসক পাপিয়া তাকে রক্ত দিয়েছেন।