জাতীয়

আলোর মুখ দেখেনি বগুড়ার ৮টি উন্নয়ন প্রকল্প

বগুড়া লাইভ:  বগুড়ার উন্নয়নে ৮টি প্রকল্পের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিন্তু তিন বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্পগুলো। প্রশাসনিক অনুমতি, স্থান নির্ধারণ, অনুমোদনের অপেক্ষা আর নকশা প্রণয়নের মধ্যেই থমকে আছে সব। এ অবস্থায় দ্রুত প্রকল্প বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

উত্তরাঞ্চেলর শিল্প ও কৃষি নির্ভর জেলা বগুড়া। বগুড়াবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল, বগুড়া-নাটোর মহাসড়কের পাশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, সিরাজগঞ্জের সাথে রেল সংযোগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, সদর হাসপাতাল থেকে শহীদ জিয়াউর রহমান হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়কসহ ৮টি উন্নয়ন প্রকল্প। ২০১৫ সালের নভেম্বরে বগুড়া সফরে গিয়ে এ সব নির্মাণের প্রতিশ্রুতিও দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৭ সালে সান্তাহার ও সারিয়াকান্দি সফরে গিয়েও একই প্রতিশ্রুতি দেন তিনি।

তবে প্রকল্প কাজের তেমন কোনো অগ্রগতি না থাকায় হতাশ স্থানীয়রা। যদিও জেলা প্রশাসকের দাবি, প্রকল্প কাজের বেশ অগ্রগতি হয়েছে। শিগগিরই এর সুফল পাবেন এলাকাবাসী। কিন্তু অনুসন্ধানে জানা যায়, ৮টি প্রকল্পের তিনটিই এখনও আটকে আছে নথিতেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button