বগুড়ায় ‘আইপিএল’ এ অনেকেই নিঃস্ব
সাইফুল্লাহ মানসুর, (বগুড়া লাইভ): ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। আর এই আইপিএল কে নিয়ে বগুড়া জেলার বিভিন্ন উপজেলার সর্বত্র চলছে জমজমাট বাজি বা জুয়া বাণিজ্য।
আইপিএল হলো সর্বোচ্চ বাজেটের একটি ক্রিকেট টুর্নামেন্ট। এ খেলায় অংশগ্রহণ করেন বিশ্বের সব নামী-দামী খেলোয়াড়।
আর এই আইপিএল খেলায় জুয়ার নেশায় মেতে উঠেছে স্কুল কলেজের শিক্ষার্থী, বেকার যুবক, রিকশা-ভ্যান চালক, গাড়ির স্টাফ, দোকান কর্মচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন।
পাড়া-মহল্লার চায়ের দোকান, অফিস, বাসা-বাড়ি এমনকি যেখানেই টিভি সেখানেই চলছে বাজি ধরা।
আর এই বাজিতে হেরে অনেকেই হচ্ছেন সর্বস্বান্ত। আবার কেউ বাজির টাকা পরিশোধ করতে না পেরে করছেন আত্মহত্যা।
এভাবে উপজেলার প্রতিটি হাট-বাজার ও প্রত্যন্ত অঞ্চল আইপিএল জুয়ায় ভাসছে। ফলে ক্রিকেট জুয়ার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হচ্ছে শিক্ষার্থীসহ যুবসমাজ।