গাবতলী উপজেলা
গাবতলী উপজেলার নাড়ুয়ামালায় অবস্থিত এই ব্রিজটির একপাশের প্রায় অর্ধেকের বেশি রেলিং নাই
এসবি, বগুড়া লাইভ: নাড়ুয়ামালা হাট থেকে সামান্য দূরে এই ব্রিজের অবস্থান (হাট এর পাশের ইটভাটা সংলগ্ন)। ব্রিজটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় সহস্রাধিক লোক ও যানবাহন এই সেতু ব্যবহার করে থাকে।
তবুও দীর্ঘ ৫-৭ বছর হল সেতুটি অবহেলায় অযত্নে পড়ে আছে। একপাশের প্রায় অর্ধেকের বেশি রেলিং নাই। সেতুর উপরের রাস্তা ভেঙে যাওয়ায় লোহার একটি বর্গাকার পাত দিয়ে তা ঢেকে দিয়ে সংস্কার(!) করা হয়েছে। রেলিং না থাকায় রাতের বেলা সেতুটি একটি মৃত্যুকূপ এ পরিণত হয়। প্রায়ই দুর্ঘটনা ঘটে।
গ্রামবাসীর সুরক্ষার্থে সেতুটির পুণর্নিমান প্রয়োজন।