গাবতলী উপজেলা
ভেঙে পড়ার আগেই সংস্কার প্রয়োজন গাবতলীর নশ্বরীপুর বেইলি ব্রিজের
এসবি, বগুড়া লাইভ: গাবতলী উপজেলার নশ্বরীপুর বেইলি ব্রিজ। নাড়ুয়ামালা – সোনারায় রাস্তার আরেকটি গুরুত্বপূর্ণ অথচ বিপদজনক ব্রিজ।
এই বেইলি ব্রিজটি ব্যবহার করে সোনারায় ইউনিয়ন এর গ্রামগুলোর মানুষেরা নাড়ুয়ামালা হয়ে বগুড়া শহরে আসে। তবে দীর্ঘ ৫-৬ বছর হল ব্রিজের কোন সংস্কার করা হয় নি।
বর্তমানে ব্রিজটির একপাশ অন্যপাশের তুলনায় প্রায় ৬ ইঞ্চি ঢালু। হালকা ভারী যান উঠলেই ব্রিজটি ভেঙে পড়ার ভয়াবহ সম্ভাবনা আছে।
গ্রামবাসীদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষের উচিত ব্রিজটি ভেঙে পড়ার আগেই সংস্কার করা।