শিবগঞ্জ উপজেলা

শিবগঞ্জে ইটভাটার কালো ধোঁয়ায় ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

সাইফুল্লাহ মানসুর, শিবগঞ্জ, বগুড়া:  বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামের ধান ক্ষেতের মাঝে অবস্থিত ইটভাটার নির্গত কালো ধোঁয়ার কারণে ওই এলাকার প্রায় ৫০ বিঘা জমিতে ইরি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ধানের শীষ সাদা ও কালচে হয়ে যাচ্ছে এর ফলে আধাপাকা ধান গাছ শুকিয়ে মা‌টি‌তে নুই‌য়ে পড়‌ছে। এতে এলাকার বোরো চাষীরা দিশেহারা হয়ে পড়েছে।

এছাড়াও ওই এলাকার আম ও কাঁঠালসহ বিভিন্ন গাছের ফল ঝ‌রে যাচ্ছে।

এলাকার কৃষকরা বলেন, আমরা ভেবে ছিলাম এবারে বোরো ধানের বাম্পার ফলন হবে কিন্তু ইট ভাটার ধোয়ার কারণে আমাদের সকল আশা ভরসা শেষ হ‌য়ে গেছে। তারা অভিযোগ করে বলেন ধোঁয়ার কারণে ধানের গাছ শুকিয়ে যাচ্ছে এর ফলে ধানের শীষ সাদা হওয়ায় ধানের দানা আসছে না।

স্থানীয় কৃষকরা বিষয়টি তদন্তের মাধ্যমে সঠিক ক্ষতি পূরনের দাবি জানান প্রশাসনের কাছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button