জাতীয়
কৃষ্ণচূড়ার রঙে সেজেছে বগুড়া
বগুড়া লাইভ: গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অনেকেই বাংলা কবিতা-গানে উপমা হিসেবে নানা ভঙ্গিমায় এনেছেন কৃষ্ণচূড়াকে। শোভা বর্ধনকারী এ বৃক্ষটি দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের পথে-প্রান্তরেরও শোভা বর্ধন করে যাচ্ছে। গ্রীষ্মে যখন এই ফুল ফোটে, তখন এর রূপে মুগ্ধ হয়ে পথচারীরাও থমকে তাকাতে বাধ্য হন।
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটেছে। গ্রীষ্মের মনোমুগ্ধকর রক্তিম ফুলে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে।ছবি: বগুড়া ট্রিবিউন