একজন মানবিক নারী পুলিশ অফিসার পপি
ঢাকা: মহাখালী ফ্লাইওভারের নিচে ভিআইপি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়ীকে প্রচন্ডবেগে ধাক্কা দিলে তাতে ৮-১০টি গাড়ী ক্ষতিগ্রস্ত হয় ! কয়েকজন আহত হয়। এসময় দায়িত্বে থাকা পুলিশ অফিসার পপি এগিয়ে আসেন, নিজে ড্রাইভ করে বাসটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। আহত কয়েকজনকে নিজেই সেবা দেন। স্যালুট পপি কে। তিনিই আসল পুলিশ, যাকে জনগণের বন্ধু বলা হয়।
ইতি মধ্যে ছবিটি ফেসবুকে ব্যাপক আলোরণ সৃষ্টি করেছে ।