শেরপুর উপজেলা
বগুড়ার শেরপুরে এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ
বগুড়া লাইভ : বগুড়ার শেরপুরে লাশবাহী এ্যম্বুলেন্সের সাথে মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এ্যম্বুলেন্সের চালক সহ নিহত হয়েছে ২ জন। মরদেহ দুটি উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাটি ঘটে আজ বেলা ১২ টার সময় শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায়।
নিহতরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর গ্রামের মামুনুর রশিদ মামুন (৪০) ও অ্যাম্বুলেন্স চালক (৩৮)।
উক্ত ঘটনায় শিশু ও দুই নারীসহ আরও তিনজন আহত হন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনায় আহত ফারজানা ববির ছোট বোন নিনাকে (২৮) কিডনিজনিত সমস্যায় ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়েছিল। সেখানে নিনা মারা যাওয়ার পর তাকে নিয়ে গ্রামের বাড়িতে অ্যাম্বুলেন্সযোগে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।