বগুড়া সদর উপজেলা
বগুড়া শহরে খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে
এসবি, বগুড়া লাইভ: বগুড়া শহরে খেলার মাঠ দিন দিন কমে যাচ্ছে। তাই বিভিন্ন সরকারি/বেসরকারি স্কুল-কলেজের মাঠকে বেছে নিচ্ছে বর্তমান শহুরে কিশোর তরুণ-রা।
সেন্ট্রাল হাই স্কুলের মাঠ এই রকমি একটি খেলার মাঠ। প্রতিদিন বিকালেই স্থানীয় কিশোর তরুণের খেলার খোরাক মেটায় এই মাঠ।
খেলার পাশাপাশি ঈদের নামাজ, জানাজা ও ওয়াজের জন্যও মাঠটি ব্যবহৃত হয়।