সারিয়াকান্দি উপজেলা
সারিয়াকান্দির পাবলিক মাঠের রাস্তা এখন ময়লা আবর্জনার স্তুপ
শাকিল আহম্মেদ (বগুড়া লাইভ): সারিয়াকান্দি থানার পাবলিক মাঠ সংলগ্ন রাস্তার পাশে এমন ভাবে পড়ে রয়েছে ময়লা আবর্জনা, নিদিষ্ট ঝুড়ি থাকা সত্ত্বেও ময়লা গুলো এমন ভাবে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
পাবলিক মাঠের পাশেই রয়েছে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী, সরকারি স্কুল সহ আরো প্রতিষ্ঠান, রাস্তার পাশে এমন ময়লা আবর্জনার কারনে দূর্গন্ধ সহ বেড়ে গেছে মশা মছির উপদ্রব।
উক্ত সমস্যা নিরসনে কর্তৃপক্ষ প্রয়জোনীয় ব্যাবস্থা গ্রহন করবে বলে আশা করেন সাধারন মানুষ।