বগুড়া সদর উপজেলা

হাত হারানো ছোট্ট শিশু সুমির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন

বগুড়া লাইভ:  অাট বছরের ছোট্ট শিশু সুমি। জীবনকে বুঝার অাগেই সড়ক দুর্ঘটনা তার একটি হাত কেড়ে নিয়েছে। হাসপাতালের বিছানায় তার কষ্ট প্রতিমুহূর্তে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

শজিমেক হাসপাতালের পরিচালক মহোদয়সহ চিকিৎসকগণ পরম মমতায় শিশুটির পাশে দাঁড়িয়েছেন। সকলকে কৃতজ্ঞতা। চিকিৎসকগণের মতামত হলো একমাস পর তার হাতে অারো একটি অপারেশন হবে। তাকে হয়ত অাগের মতো সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়া সম্ভব হবেনা, তবে সর্বোচ্চ চেষ্টাটা করা যেতে পারে। কৃত্তিম হাত প্রতিস্থাপন করা যেতে পারে। যারা নানানভাবে এই শিশুটির পাশে গভীর মমতায় দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ।
অনেকে ফোন করে অার্থিক সহায়তা করতে চেয়েছেন। চিকিৎসকগণের মতামত অনুযায়ী এ সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ সকলপ্রকার সেবা দিয়ে যাচ্ছেন। সহায়তা প্রয়োজন হতে পারে তার কৃত্তিম হাত প্রতিস্থাপনের সময়।অাশা করছি সবাই মিলে সেসময় এ ভার বহণ করতে পারব। যারা সহায়তা করতে চেয়েছেন তাদের জন্য মিডল্যান্ড ব্যাংক এর ০০২০-১০৫০০০০৮১৩ হিসাব নম্বরটি রইলো। এটি জেলা প্রশাসনের এাণ তহবিলের নম্বর
 
অামাদের সকলের ভালোবাসায় বেড়ে উঠুক এই সোনামণি।
[মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া তার ফেসবুক প্রোফাইল হতে সংগৃহিত]

এই বিভাগের অন্য খবর

Back to top button