শিক্ষা প্রতিষ্ঠান
একইসাথে ৩টি ক্যাটাগরির শিক্ষাপ্রতিষ্ঠান নারুলি উত্তরণ স্কুল
একইসাথে ৩টি ক্যাটাগরির শিক্ষাপ্রতিষ্ঠান নারুলি উত্তরণ স্কুল।
এসবি, বগুড়া লাইভ: বগুড়া শহরের নারুলি এলাকায় অবস্থিত নারুলি স্কুল একই সাথে তিনটি ক্যাটাগরিতে শিক্ষা প্রদান করে চলেছে। তাদের ক্যাটাগরি তিনটি হলো:
১. নারুলি কিন্ডারগার্ডেন,
২. নারুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও
৩. নারুলি উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়টির প্রাথমিক শাখা সবথেকে পুরানো। প্রতিষ্ঠা সাল: ১৯৭০। এরপর কিন্ডারগার্ডেন ও উচ্চ বিদ্যালয় ক্রমান্বয়ে ১৯৮৫ ও ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়।
১৯৯০ সালে ৪ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে উচ্চ বিদ্যালয় শাখাটি।
বর্তমানে বিদ্যালয়টিতে ১০০০ এর বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে তিনটি শাখা মিলিয়ে। বিদ্যালয়ের সভাপতি হলেন বগুড়া সদরের মাননীয় এম পি নুরুল ইসলাম ওমর এবং প্রধান শিক্ষক হলেন ইয়াসিন আলী।