বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের তারে জড়িয়ে ধানকাটা শ্রমিকের মৃত্যু
আদমদীঘি , বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারের বড় তালশন গ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সাইফুল ইসলাম (৪৩) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় একজন আহত হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নীলফামারী সদরের বিষমুড়ি গ্রামের ছকিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলামসহ কয়েক জন শ্রমিক সান্তাহারে ধান কাটতে আসেন। শুক্রবার তারা ছোট মালশন গ্রামের কৃষক আজাদ হোসেন মোল্লার সঙ্গে ধান কাটার চুক্তি করেন। বিকাল ৪টার দিকে সাইফুলসহ কয়েকজন শ্রমিক ধান কাটতে বড় তালশন গ্রামের চিলাগাড়ি মাঠে যাচ্ছিলেন। পথে ক্ষেতের আইলে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে সাইফুলের পা জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে বাঁচানোর চেষ্টা করলে মুমিনুর নামে অপর এক শ্রমিক আহত হন। তাকে পার্শ্ববর্তী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।