বগুড়া সদর উপজেলা
বজ্রঝড় হয়ে গেল বগুড়ায়
বগুড়া লাইভঃ বৈশাখীর কালো মেঘে ছেয়ে আছে বগুড়া। ছম ছম করে বৃষ্টি হয়েছে আজ সদরসহ কিছু কিছু এলাকায়। হালকা শিলাবৃষ্টি-ও হয়েছে বৃষ্টির পাশাপাশি।
নিরাপদ স্থানে নিজেকে সুরক্ষিত রাখুন বৈশাখীর ঝড়ে। শহরের রানার প্লাজা থেকে ছবি তুলেছেন নিশান।