রাজধানীতে এবার পা হারালো রাসেল নামের এক যুবক
ঢাকা: চোখের পলকেই রাসেল নামের এক ছেলের এবার পা ছিঁড়ে গেল। বাসচালক একটা অমানুষ। ও যদি মানুষ হতো, তবে বাস থামিয়ে কথা বলতো; ওর গায়ের ওপর তুলে দিত না। ছেলেটা বারবার বাসচালককে অনুরোধ করে বলছিল, বাস থেকে নামেন, ঝামেলা সমাধান করেন। কিন্তু বাসচালক ছেলেটার কোনও কথা না শুনেই চাপা দিয়ে চলে যায়।’
শনিবার (২৮ এপ্রিল) বেলা ৩টার দিকে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় ঢালে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে রাসেল (২৫) নামের এক প্রাইভেটকার চালকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।