বগুড়া সদর উপজেলা
বগুড়ায় সকালেই নেমে এলো সন্ধ্যা
বগুড়া লাইভ: আজ বগুড়া সহ আশে পাশের এলাকায় সকাল বেলায় নেমে আসে সন্ধ্যা! কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং বজ্রপাত ।
ঝিড়িঝিড়ি বৃষ্টি চলছে এখোনো। সবাই সাবধান ও নিরাপদে থাকুন।