ছেলেকে বাঁচাতে দরিদ্র পিতার আকুতি
বগুড়া লাইভঃ বগুড়া শিবগঞ্জ থানার কিচক ইউনিয়ন এর চল্লিশছত্র গ্রামের শিশু সুজন মিয়া (৭)। উপজেলার মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র সে।
গত বৃহস্পতিবার কিচক-পানিতলা সড়কে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছিটকে পড়ে চোখ ও মাথায় মারাত্মক জখম হন শিশু সুজন।
প্রথমে ঢাকায় একটি হাসপাতালে নেয়া হলে টাকার অভাবে ফেরত পাঠানো হয় সুজনকে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।সুজন এর মাথার হাড় ভেঙে যাওয়ায় চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। যা গরিব বাবার পক্ষে যোগান দেয়া সম্ভব নয়।
তার হতদরিদ্র বাবা খোকা মিয়া গ্রামে গ্রামে ভাঙারি কেনাবেচা করে অতি কষ্টে সংসার চালান। হাজারো কষ্টের মধ্যেও খোকা মিয়া স্বপ্ন দেখেন ছেলে সুজনকে নিয়ে। কিন্তু হঠাৎ সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।দুর্ঘটনায় আহত সুজনের বেডের পাশে দু’চোখের পানি ছেড়ে দিয়ে খোকা মিয়া বলেন, আমার সন্তানকে বাঁচাতে চাই। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার ছেলে আবার স্কুলে যেতে পারবে।
খোকা মিয়া সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আবেদন জানান।