বগুড়ায় টানা বর্ষণে অস্বস্থি
বগুড়া লাইভ: আজ সোমবার সকাল থেকেই টানা বর্ষণের ফলে ভোগান্তিতে পড়ে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। এছাড়াও কর্মজীবী মানুষের যাতায়াতেও কিছুটা বিলম্বি ঘঠে। বৃষ্টির পর শহরের বিভিন্ন রাস্তায় জ্যামের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময় দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরবর্তী সময়ে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।