বগুড়ার আকাশে কালো মেঘ, কাল বৈশাখী ঝড়ের আশংকা
বগুড়ার আকাশে কালো মেঘ, কাল বৈশাখী ঝড়ের আশংকা
এম.এইচ.(বগুড়া লাইভ): বৈশাখের শুরু থেকেই কমবেশি ঝড়ো বাতাস সাথে বৃষ্টি সঙ্গী হয় আছে। কিন্তু মাসের মাঝামাঝিতে এসে প্রকৃতির রূপ বদলে বৈশাখের কাল রূপ ধারণ করেছে। টানা তিন দিন হালকা ঝড়ো হাওয়ার সাথে বর্ষণের কারণে বর্ষার আগেই নদীর পানি বেড়ে চলেছে।
এই বিরুপ আবহাওয়ার প্রেক্ষিতে আবহাওয়াবিদরা কাল বৈশাখী ঝড়ের আশংকা করছেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়াও বিভিন্ন নদ-নদীতে চোখে পড়ার মতো হারে পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে। বাঙ্গালীনদী ও যমুনানদীতে পানি বৃদ্ধি দৃশ্যমান।
চলমান ঝড় এবং বজ্রপাতে সবাই নিরাপদে থাকবেন।