সোনাতলা উপজেলা
বগুড়ার সোনাতলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু
সোনাতলা, বগুড়া: বগুড়ায় সোনাতলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের বিলে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের আ. সালামের স্ত্রী বিলকিস বেগম ও তাদের ছেলে সৈয়দ।
জানা গেছে, সকালে বাড়ির পাশের বিলে ধান কাটতে যায় সৈয়দ। সেখানে ধান কাটা দেখতে যান তার মা বিলকিস। সকাল আটটার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মা-ছেলে দুজনই ঝলসে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।