শেরপুর উপজেলা
বগুড়ার শেরপুরে বাস চাপায় একজন নিহত
শেরপর, বগুড়া: বগুড়ার শেরপুরে বাস চাপায় শাহজাহান আলী ওরফে সাদ্দাম নামে এক চা দোকানি নিহত হয়েছেন। সোমবার সকাল ১১ টায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর থানা পুলিশ জানায়, স্থানীয় গাড়ীদহ দশমাইল এলাকার বাসিন্দা চা দোকানি সাদ্দাম হোসেন মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে পার হওয়ার সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উদ্ধার করে সাদ্দামকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।