বগুড়া সদর উপজেলা

বগুড়ায় টুরিস্ট ভিসায় আসা ২ চীনা নারী আটক

বগুড়া লাইভ : চীন থেকে টুরিস্ট ভিসায় আসা ২ নারী গত কয়েকদিন যাবৎ বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চায়না বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন বিক্রি করছিল।

টুরিষ্ট ভিসায় তারা বাংলাদেশে এসেছেন এবং বগুড়ায় এসে মোবাইল ফোন বিক্রি করছেন এমন দাবী করেন তারা।

কিন্তু আটকের সময় তারা তাদের পাসপোর্ট ও দলির দস্তাবেশ প্রদর্শন করতে পারেনি পুলিশকে।

বগুড়া সদর পুলিশ জানায় , ঘটনার সময় বগুড়া জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শেখর রায় এসময় চীনা ২ নারীর কাছে থাকা মোবাইল সেট গুলি পরীক্ষা নিরিক্ষা করে মোবাইল গুলি মোবাইল সিরিয়াল নং এবং ইএমআই নম্বর বুঝতে না পেরে তাদের চ্যালেঞ্জ করেন। পরে নিরাপত্তাগত কারনে এবং কাগজপত্র বিহীন এসব ফোন কিনে বগুড়ার মানুষ প্রতারিত হতে পারেন এমন আশংকায় শেখর রায় চীনা নাগরিক ২নারীকে পুলিশে সোপর্দ করেন।

শুধু তাই নয় আর আগেও এমন অনেক জনকে বগুড়ায় এসে বিভিন্ন মার্কেটে ফোন বিক্রি করতে দেখা যায়। এবং সাধারন মানুষ এই সব ফোন কিনে বিপাকেও পড়েছেন।

আটক করার পর তাদের থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি মোবাইল । এর মধ্য হুয়াই, স্যমসাং, নকিয়া, এবং চার্জার রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button