শিবগঞ্জ উপজেলা
আইপিএল জুয়ার বলি এক কলেজ ছাত্র
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের পালিকান্দা উত্তরপাড়া গ্রামের জাবির বিন আব্দুল্লাহ নামের এক কলেজ ছাত্র বিষ পানেআত্মহত্যা করেছে।
মৃত জাবির বিন আব্দুল্লাহ পিরব ইউনাইটেড ডিগ্রি কলেজের ছাত্র। গত পহেলা মে সন্ধ্যায় পিতার উপর অভিমান করে নিজ বাড়ীতে বিষপান করে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায় সে এলাকায় মাদক ও আইপিএল জুয়ার বাজীতে আসক্ত হয়ে পড়ে। উক্ত বিষয়ে তার পিতা গালি-গালাজ করায় সে আত্মহত্যা করে।