নন্দীগ্রাম উপজেলা
বগুড়ার নন্দীগ্রামে ইয়াবসহ দুই মাদক বিক্রেতাকে আটক
নন্দীগ্রাম, বগুড়া: গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের সোনাকানিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন, জেলার দুপচাঁচিয়া উপজেলার বাশোপাতা গ্রামের জাফের আলীর ছেলে আব্দুল মান্নান (৩৬) ও কাহালু উপজেলার শিতলাই গ্রামের সুবল চন্দ্রের ছেলে মোহন চন্দ্র (৩৫)। নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক (এসআই) নুর আমিন জানান, গোপন খবরের ভিত্তিতে সোনাকানিয়া বাজারে অভিযান চালিয়ে ২১ ইয়াবাসহ তাদের আটক করা হয়।