মুক্তিযুদ্ধ বগুড়া
বগুড়ায় পালিত হল মুক্তিযুদ্ধের গল্প শোন কর্মসূচী
শান্ত (বগুড়া লাইভ) : বৃহস্পতিবার বিকেল চারটা থেকে জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাহিত্য কেন্দ্র বগুড়ার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি মুক্তিযুদ্ধের গল্প শোন পালিত হয়েছে।
যেখানে মুক্তিযুদ্ধের গল্প শোনায় বগুড়ার দুই বীর সূর্য সন্তান মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
এতে বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ ছাড়াও বগুড়ার অন্যান্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।
মুক্তি যুদ্ধের গল্পো শোনার পর প্রশ্নোত্তর পর্ব, কুইজ পর্ব ও উত্তরীয় পরিয়ে দেওয়ার মাধ্যমে শেষ হয় এই আয়োজন।