বগুড়া সদর উপজেলা

বগুড়া-নওগাঁ মহাসড়ক এখন পুকুর

বগুড়া লাইভ:  সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে মহাসড়ক। অসংখ্য স্থানে ছোটবড় গর্তে প্রতিনিয়ত ঘটছে অহরহ দুর্ঘটনা। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলরত যানবাহন, চালক ও যাত্রীরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও দুর্ভোগের শেষ নেই। দীর্ঘ তিন বছরেও বগুড়া-নওগাঁ মহাসড়কের গোদারপাড়া রাস্তাটির দিকে নজর দেয়নি কেউ। এটি রাস্তা নয়, যেন পুকুর। সড়কটি পানিতে ডুবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

সম্প্রতি এই সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন বগুড়া সদরের শিকারপুর গ্রামের এক মটর সাইকেল আরোহী। বৃষ্টির পানিতে খানাখন্ড ডুবে যাওয়ায় ভুতের কান্ড ঘটছে এই সড়কে। গর্তের মধ্যে পড়ে উল্টে পড়ছে ছোটবড় যানবাহন। রাস্তার কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হওয়ায় উল্টে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। এতে শুধু আমদানি-রপ্তানি কার্যক্রমই ব্যাহত হচ্ছে না, পথচারীরাও পড়েছেন দুর্ভোগে।

দুর্ঘটনার ভয়ে অনেক যানবহন ধীরে ধীরে পারাপার করছে। যেকারণে পুকুরে পরিণত রাস্তার দু-পারে যানবাহনের যানজট চোখে পড়ারমত। স্থানীয়দের প্রশ্ন, রাস্তাটি কার ? দেখার কেউ কি আছেন ?

এই বিভাগের অন্য খবর

Back to top button