কলেজ

বগুড়ার স্বনামধন্য কলেজের ক্যাম্পাসের অধিকাংশ জায়গা এখন পানির নিচে

মহিফুল মাহিন, বগুড়া লাইভ: বগুড়ার স্বনামধন্য কলেজের ক্যাম্পাসের অধিকাংশ জায়গা এখন পানির নিচে। পানির নিচে থাকা জায়গাতে আগে ছাত্র/ছাত্রীদের অবসর সময়ে আড্ডা খেলাধুলা করে সময় কাটাতেন।

সরকারী আজিজুল হক কলেজ, ছবি: মাহিন

বৃষ্টির পানি জমে থাকায় সেটা আর সম্ভব হচ্ছেনা তাদের। কয়েকদিনের বৃষ্টিতে ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি, নাই কোন পানি নিষ্কাশনের ব্যাবস্থা।

সরকারি আজিজুল হক কলেজ , বগুড়া এর বর্তমান রূপ ।

এই বিভাগের অন্য খবর

Back to top button