দুপচাঁচিয়া উপজেলা
কালবৈশাখীর বৈরী প্রভাব পড়েছে দেশের উত্তরাঞ্চলের কৃষি খাতে
এমদাদুল হোসেন (বগুড়া লাইভ) : কালবৈশাখীর বৈরী প্রভাব পড়েছে দেশের উত্তরাঞ্চলের কৃষি খাতে। টানা বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও ঝড়ো বাতাসে বগুড়ার রোপা-আমন ও ইরি-বোরো ধানের ব্যপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে ধান তলিয়ে গেছে অনেক জায়গায়।ফলে এক প্রকার বাধ্য হয়েই আধা পাকা ধান তাদের ঘরে তুলতে হচ্ছে।
বগুড়ার ১২ টি উপজেলার ২,০০০ হেক্টর জমির রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ হয়েছেন প্রায় ৭,০০০ কৃষক পরিবার।ধানের দাম কম হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে হিমসিম খাচ্ছেন কৃষক।কৃষকরা জানান,এবার ধানের দাম বৃদ্ধি না হলে তারা ব্যাপক আর্থিক সংকটে পড়বে।
ছবিটিঃ বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়া পৌরসভার উত্তর সাবলা গ্রাম থেকে তোলা।