ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনটে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাইফা আক্তার রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামে এঘটনা ঘটে। নিহত নাইফা আক্তার রোজা বেলকুচি গ্রামের রকি ফকিরের মেয়ে।
জানা যায়, নাইফা আক্তার রোজা তার মায়ের সঙ্গে কয়েক দিন আগে ঈশ্বরঘাট গ্রামে নানা বাদশা প্রামানিকের বাড়িতে বেড়াতে যায়। শনিবার সে নানার বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় অসাবধানতাবসত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।