ধুনট উপজেলা

১৩০০ কেজির ভটভটি টানলেন মাথার চুল দিয়ে ধুনটের সুলতান!

বিশেষ প্রতিবেদন: বাহু শক্তির কতো খবরইতো শোনা যায়।  এবার শোনা গেল চুলের শক্তির কথা। বগুড়া সুলতান আলী নামের এক যুবক নিজের মাথার চুল দিয়ে একটি ভটভটি (স্থানীয় গাড়ি) ৫০০ মিটার টেনে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ভটভটিটির ওজন প্রায় এক হাজার ৩০০ কেজি। অবিশ্বাস হলেও সত্য।

শুক্রবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের বাইপাস সড়কে প্রায় ঘোষণা দিয়ে এমন কাণ্ড ঘটান ২৫ বছর বয়সী সুলতান। দৃশ্যটি নিজ চোখে দেখতে ঘটনাস্থলে বিপুল মানুষের সমাগম ঘটে। তবে সুলতান নিজে পেশায় একজন ভটভটিচালক। সে ধুনটের পূর্ব ভবনশাহী গ্রামের কাঠমিস্ত্রি আবদুল বারিকের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সুলতান ছোট।

শুক্রবার দুপুর ১২টার দিকে সুলতান আলী বাড়ির কাছে পাকা বাইপাস সড়কে মাথার চুলের মাধ্যমে ভটভটি টেনে নিয়ে যাওয়ার কৌশল দেখানোর উদ্যোগ নেন। ঘটনাটি ঘটাতে সুলতান মাথার পেছনে চুলের সঙ্গে রশি দিয়ে বেঁধে নেন ভটভটিটি। এরপর প্রায় ১ হাজার ৩০০ কেজি ওজনের গাড়িটি টানতে থাকেন। এসময় গাড়িটিতে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করেন আরেক চালক। সুলতান প্রায় ২০ মিনিটে ৫০০ মিটার দূরত্বে ভটভটিকে টেনে নিয়ে যান।

ভটভটি চালক সুলতান আলী বলেন, ‘ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে যে কোনো অসাধ্যকেই সাধন করা সম্ভব।’ মাত্র ৬ মাসের অনুশীলন করে মাথার চুলের মাধ্যমে ভারি ভটভটি টেনে নেয়ার কৌশলটি রপ্ত করেন।

তিনি বলেন, ‘ভারি গাড়ি চুল দিয়ে টানতে গিয়ে কষ্ট হয় তবে তেমন অসুবিধা নেই। ইচ্ছে আছে সামনে মাথার চুল দিয়ে আরো ভারি যানবাহন দীর্ঘপথ টেনে নেয়ার চেষ্টা করবো।’

এই বিভাগের অন্য খবর

Back to top button