জাতীয়

রাজশাহী বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারো সেরা বগুড়া

জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী বোর্ডে আবারো সেরা বগুড়া

এসএসসির ফলাফলে বগুড়ায় এবার পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তি বেড়েছে। এ ছাড়া এবারো রাজশাহী বোর্ডের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে বগুড়ার শিক্ষার্থীরা। ফলে আগের দু’বারের মতো চলতি বছরও জিপিএ-৫ প্রাপ্তিতে বোর্ড সেরা অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বগুড়ায় এবার মোট ৪ হাজার ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাস এবং জিপিএ-৫ প্রাপ্তিতে বিয়াম মডেল স্কুল ও কলেজ আবারো রেকর্ড করেছে। এই প্রতিষ্ঠান থেকে এবার সর্বোচ্চ ২৮৫ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বগুড়া জেলা প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, বগুড়া জেলা থেকে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩৩ হাজার ৪৩৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৮৬ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তবে পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা বেশি হলেও পাসের হারে মেয়েরাই এগিয়ে (প্রায় ৩ শতাংশ বেশি) রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button