বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনী হালচাল
কে হবেন আগামীর পৌর পিতা?
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): আগামী ১৫ই মে, ২০১৮ইং পশ্চিম বগুড়ার নাগর নদীর তীরে অবস্থিত দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে চলছে ব্যপক প্রচার-প্রচারণা। উক্ত নির্বাচনে মেয়র পদে লড়ছেন মোট ৩ জন প্রার্থী। এবার দলীয় প্রতীকেই লড়ছেন প্রার্থীরা। এদের মধ্যে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মোঃ আব্দুল জলিল খন্দকার লড়ছেন ধানের শীর্ষ মার্কয়, আ’লীগের প্রার্থী মোঃ আমিরুল ইসলাম বকুল লড়ছেন নৌকা মার্কায় এবং সতন্ত্র প্রার্থী মোঃ নজরুল ইসলাম লড়ছেন জগ মার্কায়। এবার নির্বাচনে মোট ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৪ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩১১ ও মহিলা ভোটার ৭ হাজার ৩৪৫ জন। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার প্রত্যেকটি স্থান। ঝড় বৃষ্টি সহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও মেয়র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। নির্বাচনকে ঘিরে মহল্লার চা স্টল, মুদির দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনগনদের মধ্যে চলছে ব্যপক আলোচনা-সমালোচনা, কে হবেন আগামীর পৌর পিতা?