সারিয়াকান্দি উপজেলা
বগুড়া-সারিয়াকান্দি সড়কে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে
বগুড়া-সারিয়াকান্দি সড়কের বিভিন্ন পয়েন্টে কার্পেটিং উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন যাবৎ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।
বগুড়া-সারিয়াকান্দি সড়কের সাড়ে ২২ কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্ট বিশেষ করে রামনগর, ঠাটি, বাইগুনি, নেপালতলী, গাবতলী মোড়, গাবতলী রেলগেট, হাটফুলবাড়ী, চকবুচাই, সাবগ্রাম, নারুলী, চেলাপাড়া পয়েন্টে কার্পেটিং উঠে সড়কের অবস্থা খারাপ হলেও মেরামতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।
সিএনজি চালকরা জানান, সড়কের অবস্থা খারাপ হওয়ায় আধাঘন্টার রাস্তায় এখন এক ঘন্টার বেশি সময় লাগছে। তারা জানান, ঝাঁকুনিতে সিএনজির চেসিজ বসে যাচ্ছে। ঘন ঘন টায়ার বদলাতে হচ্ছে। ইঞ্জিন মেরামতে প্রতি মাসেই গ্যারেজে ৫/৭ হাজার টাকা খরচ করতে হচ্ছে। সড়ক মেরামত না হলে আমাদের গাড়ি চালনো সম্ভব হবে না।