হঠাৎ করেই বগুড়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম
রমজান মাস শুরু হতে আরো দুই সপ্তাহ বাকি। কিন্তু তার আগে হঠাৎ করেই বগুড়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম। কোনো যৌক্তিক কারণ ছাড়া পণ্যের দাম অস্বাভাবিক বাড়লেও প্রশাসনের কোনো নজরদারি নেই।
বগুড়া শহরের রাজাবাজার, ফতেহ আলী বাজার, মালতিনগর, কলোনি বাজার, খান্দার ঘুরে দেখা গেছে বেগুন, পেঁয়াজ, গোশত, ডিম, মুরগি, মাছ, সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম গত এক সপ্তাহে প্রায় অস্বাভাবিক বেড়েছে।
প্রতি কেজি বেগুন ৪০-৮০ টাকা, পেঁয়াজ ৩০-৪৫ টাকা। সব ধরনের মুরগি কেজিতে ২০-৫০ টাকা, মাছ ৩০-৫০ ও গরুর গোশত ২০-৩০ টাকা বেড়েছে।
বাজারে প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সঙ্কটের অজুহাতে দাম বাড়িয়েছে।
দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে মালতিনগর বাজারের ক্রেতা মাজেদুর রহমান বলেন, বাজারের ওপর প্রশাসনের কোনো নজরদারি নেই। তাই অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো ব্যবসা করলেও কোনো ব্যবস্থা নেই।