বগুড়া সদর উপজেলা
বগুড়া শহরের ফুলবাড়িতে গণপিটুনিতে নিহত
বগুড়া সদর (ফুলবাড়ি): বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় রুবেল নামে এক ছিনতাইকারী গণপিটুনিতে নিহত হয়েছে।
সোমবার (৭ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল একই এলাকার সঞ্জু মিয়ার ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নানা অপরাধে জড়িয়ে রুবেল দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে এলাকার বাইরে অবস্থান করছিল। ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় স্থানীয়দের অনেকের মধ্যে তার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছিল।
সোমবার দুপুরের দিকে স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) নিতে বাড়িতে আসে রুবেল। তার উপস্থিতি জানতে পেরে বিক্ষুব্ধ লোকজন তাকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে আনে। পরে জনৈক আবুল হোসেনের দোকানের সামনে তাকে গণপিটুনি দিতে শুরু করে উপস্থিত জনতা। খবর পেয়ে ফুলবাড়ী টাউন ফাঁড়ি পুলিশ আসার আগেই রুবেলের মৃত্যু ঘটে বলে স্থানীয়রা জানান।
তথ্যসুত্র: বাংলা নিউজ