শিবগঞ্জ উপজেলা
শিবগঞ্জে এক সাথে ৪ জনের গলা কেটে হত্যা
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : বগুড়া শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ডাবুইর গ্রামের পাশে ধানের জমিতে দুর্বৃত্তকর্তৃক গলা কেটে ৪জনকে হত্যা করে ফেলে গেছে।
কে বা কারা এই হত্যা করেছে এটা এখনও জানা যায়নি। তবে তাদের ২জনের নাম পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন আটমুল ইউনিয়নের কাঠগাড়া চক পাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে শাহাবুল ইসলাম(৩৩) এবং একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া(৩০) অন্য দুইটি লাশের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে ধারনা করা হচ্ছে গত রাতে ঝড় বৃষ্টির সময় উক্ত ঘটনাটি ঘটে।
আজ ভোরে এলাকার লোকজন তাদের লাশ দেখতে পেয়েছে জমিতে।