উপজেলাকাহালু উপজেলা
কাহালু থেকে পলাতক আসামী গাইবান্ধা থেকে গ্রেফতার
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানা পুলিশ গাইবান্ধার সাঘাটা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে কাহালুর জেল-জরিমানার পলাতক আসামী মোঃ আজগর আলী প্রাং (৫০) কে গ্রেফতার করে। আজগর কাহালু উপজেলার কড়ইগকুল গ্রামের মৃত সাবলা প্রাং এর পুত্র। কাহালু থানার ডিউটি অফিসার মোজাম্মেল হক জানান, একটি প্রতারনা মামলায় বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজগরের ৩ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা হয়। জেল জরিমানা হওয়ার পর থেকে সে আত্নগোপনে চলে যায়।