ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে দুটি মাদ্রাসার কোনও পরীক্ষার্থী পাস করেনি দাখিল পরীক্ষায়
ধুনট, বগুড়া: বগুড়ার ধুনটে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার দুটি মাদ্রাসার কোনও পরীক্ষার্থী পাস করেনি। সেই মাদ্রাসাগুলো নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী সিনিয়র দাখিল মাদ্রাসা ও চৌকিবাড়ী ইউনিয়নের খাঁন বাহাদুর দাখিল মাদ্রাসা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৬টি মাদ্রাসার ৬৭৩জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৮৯ জন কৃতকার্য ও ৩৮৪জন অকৃতকার্য হয় এবং জিপিএ-৫ পায় মাত্র একজন। কিন্তু দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ২৬টি মাদ্রাসার মধ্যে বেড়েরবাড়ী সিনিয়র মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস করতে পারেনি।
যে দুটি মাদ্রাসার একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ।