বগুড়া সদর উপজেলা
বগুড়া শহর থেকে (শজিমেক) পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে
বগুড়ায় সড়ক নির্মাণে ১০৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে বগুড়া শহর থেকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক) পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
ইতিমধ্যে অনুমোদনের জন্য ১০৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব (ডিপিপি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ১ দশমিক ৮৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে ভুমি অধিগ্রহণের জন্য ৮১ কোটি টাকা এবং সড়ক নির্মাণে ২৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে।
প্রস্তাবিত কয়েকটি ডিপিপিতে নন্দীগ্রাম-কালিগঞ্জ-রাণীনগর ১৭ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়নে ১৬০ কোটি টাকা, নন্দীগ্রাম (ওমরপুর)-তালোড়া-পচাঁচিয়া-জিয়ানগর-আক্কেলপুর ২২ দশমিক ৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন, বগুড়া-সারিয়াকান্দি সড়ক প্রশস্ততকরণে আরো ২৫০ কোটি এবং মোকামতলা-সোনাতলা-হরিখালী-হাটশেরপুর-সারিয়াকান্দি সড়কের আড়িয়ারহাট সেতু নির্মাণ প্রস্তাবাধীন রয়েছে।