বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষায় মা পাশ করলেন তার ছেলের সাথে
শেরপুর, বগুড়া: বগুড়ার শেরপুরে এবার মা ছেলে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। ছেলে রাফি হাসানের সঙ্গে মা মোছা. ফাতেমা খাতুনও এসএসসি পাশ করেছেন। পরীক্ষায় ছেলের চাইতে মা ই ভালো ফলাফল করেছেন।
শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকায় ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে মা ফাতেমা খাতুন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি জিপিএ ৪.৩৭ পেয়েছেন। পাশাপাশি ছেলে রাফি হাসান উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে জিপিএ ৩.৭৭ পেয়েছে।
ফাতেমা খাতুন জানান, জীবনের মধ্যবয়সে এসে নতুনভাবে লেখাপড়া শুরু করে যে ফলাফল পেয়েছি, তাতে আমি খুব খুশি। ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবেন বলেও জানান তিনি। ছেলে রাফি হাসান জানায়, সংসারের সব কাজ সেরে মা যেভাবে আমাকে লেখাপড়া করিয়েছেন, তাতে আমি যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছি। একসঙ্গে পাস করার পাশাপাশি মায়ের রেজাল্ট ভালো হওয়ায় আমি বেশি খুশি হয়েছি।