খেলাধুলা

বগুড়া থেকে ব্রিসবেন : বাংলাদেশি দুই নারী টাইগারের বিগ ব্যাশ অভিজ্ঞতা

আইসিসির বিশেষ এই প্রোগ্রামের আওতায় ৫ দেশ থেকে ৮ নারী ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুশীলন ব্যবস্থা দেখার, তীব্র উত্তেজনাময় টি-২০ ম্যাচ খেলার। রুমানা অংশ নিয়েছিলেন ব্রিসবেন হিটের হয়ে, আর খাদিজা খেলেছিলেন মেলবোর্ন স্টার্সে।

রুমানা এবং খাদিজা দুজনেই ক্রিকইনফোর প্রতিনিধির কাছে দুজনের এই পর্যন্ত উঠে আসার গল্প শুনিয়েছেন

২০০৮ সালে, এসএসসি পরীক্ষার পরে। আমার ক্রিকেট খেলাটা আমার মা কখনোই পছন্দ করতেন না। বাঁধা যে দিতেন তা কিন্তু না, কিন্তু ক্রিকেট খেলছি এটা মন থেকে পছন্দও করতেন না। এখনো করেন না। আমি যে জাতীয় দলের অধিনায়ক, এটা তিনি মানুষকে খুব কমই বলেন।’

২৩ বছর বয়সী খাদিজা তুল কুবরার বিগ ব্যাশে খেলতে যাওয়ার খবরটা তাঁর বাবার কাছে পৌঁছেছিল একটু ভিন্নভাবে।

‘বাবা ভেবেছিলেন আমি ভারত সফরের জন্য অধিনায়কত্ব পেয়েছি। কিন্তু যখন আমি তাঁকে পুরোটা খুলে বললাম, তিনি একটা কথাও বলেননি। তিনি কখনো ভাবেননি ক্রিকেট খেলে আমি এতদূর আসতে পারবো।’

ভাইয়ের সাথে ক্রিকেট খেলা ছোট্ট খাদিজাকে দেখে বাবা জামিল আখতার অনুভব করেছিলেন, নিজের মেয়ের জন্য ক্রিকেটই হতে পারে উন্নত জীবনের পাথেয়। পরিবারের আপত্তি সত্ত্বেও মেয়েকে উৎসাহ দিতে থাকেন তিনি।

খাদিজা শোনাচ্ছিলেন সেই গল্প, ‘আব্বু আমার লাঞ্চবক্স নিজ হাতে প্যাক করে দিত, তারপর আমাকে বগুড়ার ক্যাম্পে পাঠাতো। ওখানে তখন শ্রীলঙ্কা ও পাকিস্তান সফরের জন্য রুমানা আপুরা অনুশীলন করতেন’- বলছিলেন সেই সময়ে ১৪ বছরের খাদিজা।

আব্বু সবসময় বলতো, বইয়ের পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু এই মেয়েগুলোকে দেখে তুমি যা শিখতে পারবে, সেগুলো তুমি কোন বইয়ে পাবে না। সুতরাং যাও, ওদের খেলা দেখো।’

খাদিজাকে প্রথমবার দেখার অভিজ্ঞতা সম্পর্কে বলছিলেন রুমানা, ‘ওকে আমরা কেউ কথা বলতেও শুনিনি। কিন্তু ওর চোখেমুখে প্রবল আগ্রহ দেখেছিলাম আমরা।’

বাবার পর খাদিজার অনুশীলন পর্ব শুরু হয় বগুড়ায় কোচ মুসলিম উদ্দিনের কাছে। গত জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৩৬ রানের টার্গেটও বাংলাদেশ ডিফেন্ড করে খাদিজার ক্যারিয়ার সেরা ফিগার ৩৩ রানে ৪ উইকেটের কল্যাণে। বিগ ব্যাশ শেষ হওয়ার আগের দিন মেলবোর্ন স্টার্সের হয়ে দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে নামার সময় যে রোমাঞ্চ অনুভব করছিলেন, সেটাই জানাচ্ছিলেন খাদিজা।

‘পরের দিন ভোরে আমার ফ্লাইট ছিল, আমি তাই কিট ব্যাগ গুছিয়ে ব্যাগে রেখে দলের সাথে মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বাসে উঠার ঠিক আগে আগে টিম ম্যানেজার আমাকে জানালেন, কিট ব্যাগ সাথে নিয়ে নাও, আজকের ম্যাচে তুমি দ্বাদশ খেলোয়াড় হচ্ছো।’

‘এই কথা শোনার সাথে সাথেই আমার আগের কথা মনে পড়ে গেলো। আমি আব্বুকে বলেছিলাম অস্ট্রেলিয়ায় একা একা কীভাবে যাব। একা যাওয়ার ব্যাপারে আমি কিছুটা ভয়ে ছিলাম। কিন্তু আব্বু বলেছিল, এয়ারপোর্ট হলো একটা সমাজের রুপক। একা একা যদি এয়ারপোর্ট পার করে যেতে পারো, তাহলে বুঝবে তুমি জীবনে অনেক কিছুই করতে পারবে।’

‘ডাগআউটে বসে সুপার ওভার দেখা থেকে শুরু করে অ্যামি স্যাটারওয়েইট, মিগনন ডু প্রিজ ও লিজেলে লী’র মতো খেলোয়াড়দের সুপার ওভারের চাপ সামলাতে দেখা- আমি বলবো আমি অনেক ভাগ্যবান। তাদের একাগ্রতা, বডি ল্যাঙ্গুয়েজ- সবকিছুই শিক্ষণীয় ছিল।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক রুমানা আহমেদ একাধারে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিকের মালিকও রুমানা। ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর থেকে বাংলাদেশের খেলা সবকয়টি ওয়ানডেতেই ছিলেন রুমানা। ভারত সফরে ওয়ানডে ও টি-২০ দুই সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুমানা। বোলিংয়ে ছয় ম্যাচে পেয়েছিলেন ৫ উইকেট, লং অফ থেকে ৩০ গজ দৌড়ে নেয়া দুর্দান্ত ক্যাচ সাড়াও ফেলেছিল বেশ।

(ক্রিকইনফো অবলম্বনে সংক্ষেপিত)

এই বিভাগের অন্য খবর

Back to top button