শেষ বৈশাখী মেলা উপলক্ষে মহাস্থান গড়ে থাকবে কঠোর নিরাপত্তা
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : সকল প্রকার মাদক ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর থাকবে বলে ঘোষনা দিয়েছেন ভারপ্রাপ্ত শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার সুশান্ত কুমার মাহন্তো।
মঙ্গলবার মহাস্থানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার মহাস্থান মাজার কেন্দ্রিক বাৎসরিক পবিত্র ওরস উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত আয়োজিত সূধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষনা দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি আরো বলেন, ইতিমধ্যে মহাস্থান মাজারের পবিত্রতা রক্ষা ও বৃহস্পতিবারের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঐদিন আগত লক্ষ লক্ষ মানুষের জান মালের নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী সদা তৎপর থাকবে বলে তিনি জানান।
এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাস্থান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জাহেদুর রহমান, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, আলাউদ্দিন, সমাজ সেবক আলহাজ্ব আব্দুল জলিল সহ স্থানীয় আরও অনেক গন্য মান্য ব্যক্তিবর্গ।