জাতীয়

আর মাত্র কয়েক ঘন্টা পরে মহাকাশে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১

বগুড়া লাইভঃ দেশের সবাই তাকিয়ে আছে আর মাত্র কয়েক ঘন্টার জন্য এরপরই আসবে সেই মাহেন্দ্রক্ষণ। মহাকাশে উড়বে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এরই মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেসএক্স কাউন্ট ডাউন শুরু করেছে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের পরিচালক প্রকৌশলী মেসবাহুজ্জামান বলেন, আগের সময়ের চেয়ে ‘উৎক্ষেপণের সময় একঘণ্টা পিছিয়েছে। সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টা ৪৭ মিনিট) উৎক্ষেপণ অনুষ্ঠিত হবে। আবহাওয়ার কারণে এটা হতে পারে বলে তিনি জানান। যদিও সেখানে এখন (দুপুর ১টা) অরল্যান্ডোর আকাশ কিছুটা মেঘলা। রোদ নেই।

কেনেডি স্পেস সেন্টারের ভিউয়িং এলাকায় বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। বেশির ভাগই প্রবাসী বাংলাদেশিদের দিয়ে। এ যেন এক মহা আনন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button