শিক্ষা প্রতিষ্ঠানসারিয়াকান্দি উপজেলা
সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগে বগুড়ার শোনপঁচা চরে আইপিডিসি’র ‘উচ্ছ্বাস স্কুল’
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ‘শোনপঁচা’র সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্যোগে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, সম্প্রতি বগুড়া জেলার শোনপঁচা চরে ‘উচ্ছ্বাস স্কুল’ নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে।
‘উচ্ছ্বাস স্কুল’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস, চীফ অপারেটিং অফিসার শাহ ওয়ারীফ হুসাইন, হেড অব কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌসসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
চরের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন শিক্ষার আলোয় আলোকিত করে তোলার লক্ষ্যে আমাল ফাউন্ডেশন এবং আইপিডিসি যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
- প্রাথমিকভাবে ৫০জন শিশুকে সম্পূর্ণ বিনাবেতনে শিক্ষা প্রদানের মাধ্যম স্কুলটি কার্যক্রম শুরু করেছে।
- শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে বিনামূল্যে পুষ্টিকর খাবার এবং পড়ালেখার প্রয়োজনীয় উপকরণও প্রদান করা হবে।
- আইপিডিসি কর্তৃক প্রতিষ্ঠিত ‘উচ্ছ্বাস স্কুল’ই এই চরের প্রথম ও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবং এই স্কুলটি যতটুকু সম্ভব একেবারে বিনাখরচে শিক্ষা-সংক্রান্ত সকল সহযোগিতা প্রদান করবে।
- এই স্কুলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বাল্য বিবাহ, যৌতুক প্রথা, স্বাস্থ্য-সচেতনতা বিষয়ে শিক্ষা প্রদান করা হবে।
- এছাড়াও স্কুলে স্বাস্থ্য-সচেতনতা বিষয়ে ক্যাম্প করা হবে এবং শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হবে।