উপজেলাকাহালু উপজেলা
কাহালুুতে চাচাকে খুনের দায়ে ভাতিজা গ্রেফতার
মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া লাইভ): সম্প্রতি কাহালু উপজেলার তিলোছপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে আপন চাচাকে খুন করে ভাতিজা। এ মামলায় গত মঙ্গলবার ভাতিজা শাহজাহান আলী (২৭) কে গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। সে শাহজাহান উপজেলার তিলোছপাড়া গ্রামের শামসছুল হকের পুত্র। কাহালু থানার এস আই ও এই মামলার তদন্তকারী অফিসার ডেভিড জানান, গত ১০ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিবাদে তিলোছপাড়া গ্রামের আলহাজ্ব আলতাফ হোসেনকে আপন ভাই-ভাতিজা মিলে খুন করে। এ ঘটনায় ইতিপূর্বে আলতাফের আপন ভাই শামছুল হক, তার আরেক ছেলে জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।