ধুনট উপজেলা
বগুড়ার ধুনটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ধুনট, বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় তাওহিদ হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুুুবে।
বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে বাঙ্গালী নদীর চকধলি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তাওহিদ শেরপুর উপজেলার চককল্যানী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
জানা যায়, তাওহিদ হোসেন খেলার সাথীদের নিয়ে বাঙ্গালী নদীর পাড়ে হৈ-হুল্লড় করছিল। এ সময় অসাবধানতা বসত পাড় থেকে নদীর পানিতে গড়ে পড়ে যায়। স্বজনরা তাকে পানি থেকে উদ্ধার অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাওহিদকে মৃত্যু ঘোষণা করেন