শিবগঞ্জ উপজেলা

বগুড়ার শিবগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০

শিবগঞ্জ, বগুড়া:  ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১০ মে) বেলা ১১ টার দিকে মহাসড়কের উপজেলার মহাস্থান সেতুর উত্তরে মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনা কবলিত বাস মহাসড়কের ওপর উল্টে পড়ায় প্রায় পৌনে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয়পাশে অসংখ্য যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

এই বিভাগের অন্য খবর

Back to top button