যমুনার চরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূখী প্রকল্পের উদ্বোধন আগামীকাল
সারিয়াকান্দি, বগুড়া: আগামীকাল শনিবার বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার চর এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক প্রায় ৩০ কোটি টাকা এক উন্নয়নমূখী প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে।
সারিয়াকান্দির যমুনার নদীর শালুখা চরে এই প্রকল্পের আওতায় বিদ্যুৎবিহীন দুর্গম চরে মানুষের নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে সৌর বিদ্যুৎ চালিত ওয়াটার প্লান্ট চালু করার হলে বন্যার সময় এসব এলাকার মানুষের নিরাপদ খাবার পানির অভাব দূর হবে, দুষিত খাবার পানি থেকে যেসব রোগবালাই থেকে রক্ষা পাবে চর এলাকার মানুষ। সরকারের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে খুশির আমেজ কাজ করছে।
প্রকল্পের উদ্বোধন করবেন বগুড়া-০১ আসনের সংসদ সদস্য, কৃষিবিদ আব্দুল মান্নান এমপি। এসময় উপস্থিত থাকবেন, বগুড়া জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া সহ অনেকে।