অজ্ঞাত এক মহিলার কঙ্কাল উদ্ধার
সাইফুল্লাহ মানসুর (বগুড়া লাইভ) : বগুড়ার শিবগঞ্জ উপজেলা সীমান্তবর্তী পানিতলার বেল চাপর নামক স্থানে আজ সকালে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার হয়েছে ।
এসময় কঙ্কাল এর পাশে পরেছিল একটি বারমিজ জুতা, ছেলোয়ার কামিজ, জামা ও একটি ওড়না ।
এই লাশ (কঙ্কাল)কে তা এখনও সনাক্ত করা যায়নি।
লাশটি গোবিন্দগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছে ।